প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এমটিবি এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

0

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় ক্যাশ ম্যানেজমেন্ট সেবার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

মোহাম্মদ গিয়াসউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর মোঃ আলাউদ্দিন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক, মোঃ শহীদুল আলম, জেনারেল ম্যানেজার (আইটি) ও মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং এমটিবি’র সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, মোঃ বখতিয়ার হোসেন, হেড অব ট্র্যানজ্যাকশন ব্যাংকিং ডিভিশন, মোঃ আশিক ইকবাল খান, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ও আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version