প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এসটিপি প্রকল্পের প্রতিবাদে রায়েরবাজার এলাকাবাসীর মানববন্ধন

এসটিপি প্রকল্পের প্রতিবাদে রায়েরবাজার এলাকাবাসীর মানববন্ধন

0

ওয়াসা কর্তৃক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট-এসটিপি নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজধানীর হাজারিবাগস্থ রায়ের বাজার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে যোগদেন কয়েক হাজার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ এই এলাকায় এসটিপি নির্মিত হলে এলাকার পরিবেশ মারত্মক হুমকিতে পরবে। এছাড়া অচল হয়ে পরবে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বহু স্থাপনা। এসব রক্ষায় এসটিপি পূর্ব নির্ধারিত কল্যাণপুরে নির্মানের দাবি জানানো হয়েছে। রায়ের বাজার এলাকা থেকে দ্রুত সময়ে এসটিপি প্রকল্প অন্যত্র সরিয়ে নেয়া না হলে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা শাহিন আহমেদ, পঞ্চায়েত কমিটির সভাপতি আমজাদ সরদার, সহ-সভাপতি হাজি মোহাম্মদ জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version