প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

0

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের অংশগ্রহণে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-এর নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

কর্মশালায় সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন- অন্যান্যদের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের ডিজিএম মো. আমিনুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মশালায় ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা ও এর কার্যকারিতা, ব্যাসেল-৩ মোতাবেক ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততা পর্যালোচনা বিষয়ে বিভিন্ন সেশন পরিচালিত হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version