প্রচ্ছদ ব্যাংক-বিমা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঢাকা, কিশোরগঞ্জ, রাজবাড়ী ও ভৈরবে সুরক্ষা সামগ্রী সরবরাহ করল এনআরবিসি ব্যাংক

ঢাকা, কিশোরগঞ্জ, রাজবাড়ী ও ভৈরবে সুরক্ষা সামগ্রী সরবরাহ করল এনআরবিসি ব্যাংক

0

করোনাভাইরাস সংক্রমণরোধে চিকিৎসক ও সেবাকর্মীদের সুরক্ষা সামগ্রী দেয়া অব্যাহত রেখেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। ২৮ এপ্রিল মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও জন্য এবং ২৯ এপ্রিল বুধবার ঢাকার বনানী ক্লিনিক লিমিটেড, রাজবাড়ী সদর হাসপাতাল ও ভৈরবে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মিদের জন্য ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতিটি হাসপাতালের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পিপিই, সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক, বিশেষ চশমা ও হেডশিল্ড সরবরাহ করা হয়।

উল্লেখ্য, বিতরণের অব্যাহত ধারায় এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে এই পর্যন্ত ১ টি সংবাদ সংস্থা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক সহ ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও পিরোজপুর-এর সর্বোমোট ২৩ টি হাসপাতালের জন্য সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ৫০০০ পিপিই, ৫০০০ সার্জিক্যাল মাস্ক, ১০০০ কেএন-৯৫ মাস্ক, ৮০০ বিশেষ চশমা ও ১৫০০ হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং আসন্ন ভবিষ্যতেও এনআরবিসি ব্যাংক লিমিটেড এই সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version