প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট-এ ওয়েবিনার এর মাধ্যমে ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট-এ ওয়েবিনার এর মাধ্যমে ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক ২৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অত্র ইনস্টিটিউটের উপ-মহাব্যবস্থাপক ও পরিচালক জনাব সুপ্রভা সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে কর্মশালা উদ্ভোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ,বি,এম রুহুল আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় এ,বি,এম রুহুল আজাদ বাংলাদেশ সরকারের পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ অতিথির বক্তব্যে মোহম্মদ শামস্-উল ইসলাম বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যে অগ্রণী ব্যাংকের প্রথম স্থান অর্জনের পাশাপাশি অন্যান্য সকল ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও কর্মশালায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব রুখসানা হাসিন, উপ-সচিব মাকসুমা আক্তার বানু এবং এপিএ টিম মেম্বার সেশন পরিচালনা করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version