প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সাউথইস্ট ব্যাংক “জে.পি. মরগান অ্যাওয়ার্ড” অর্জন করেছে

সাউথইস্ট ব্যাংক “জে.পি. মরগান অ্যাওয়ার্ড” অর্জন করেছে

0

সাউথইস্ট ব্যাংক লিমিটেড যুক্তরাষ্ট্র ভিত্তিক জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ. এর “ইউএস ডলার ক্লিয়ারিং এমটি-১০৩ স্ট্যান্ডার্ড কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড” অর্জন করেছে। স¤পদের ভিত্তিতে জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ. মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং পৃথিবীর পঞ্চম বৃহত্তম ব্যাংক।

১৪ অক্টোবর ২০২১ তারিখে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ. এর বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিসের নির্বাহী পরিচালক এবং ট্রেজারী সার্ভিস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগের প্রধান সাজ্জাদ আনামের নিকট থেকে সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংক জে.পি. মরগান চেজ ব্যাংকের কঠোর স্ট্রেইট থ্রো প্রসেসিং (এস টি পি) মানদন্ড মেনে এমটি-১০৩ প্রক্রিয়াকরনে ৯৮.৯৫% এসটিপি বজায় রাখতে সক্ষম হয়। এই উচ্চমান বজায় রাখার স্বীকৃতি হিসেবে সাউথইস্ট ব্যাংক এই অ্যাওয়ার্ড অর্জন করেছে।

উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version