প্রচ্ছদ পুঁজিবাজার ডিএসইতে সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

ডিএসইতে সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

0

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টায় ডিএসইতে ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৮ পয়েন্টে। ডিএসই শরীয়াহ সূচক ২  পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক  হাজার  ১৩৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version