প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি টেকনোলোজি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে মোবাইল টাওয়ার অপসারণে হাইকোর্টের রায়

ঘনবসতিপূর্ণ এলাকা থেকে মোবাইল টাওয়ার অপসারণে হাইকোর্টের রায়

0

ঘনবসতিপূর্ণ এলাকা, হাসপাতাল, স্কুল ও কলেজ এরিয়া থেকে মোবাইল টাওয়ার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

গত ২৫ এপ্রিল এসব এলাকা থেকে চার মাসের মধ্যে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দেন। বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আদালত এই রায় দেন।

সেলফোন টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।

২০১৭ সালের ২২ মার্চ হাইকোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের মাত্রা উচ্চ পর্যায়ে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version