প্রচ্ছদ পুঁজিবাজার ডিএসইতে সূচকের ব্যাপক পতন

ডিএসইতে সূচকের ব্যাপক পতন

0

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন বেলা সাড়ে ১১টায় ডিএসইতে ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৪ পয়েন্টে, ডিএসই শরীয়াহ সূচক  ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক  হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৫৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version