প্রচ্ছদ পুঁজিবাজার সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংক ৭ বছর মেয়াদী বন্ড ইস্যু করবে। ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়াতে বন্ড ইস্যু করা হবে।

কোম্পানিটি আরও জানায়, নিয়ন্ত্রক সংস্থা ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বন্ডের সাইজ, মেয়াদ ও ফিচার পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, ব্যাংকের অনুমোদিত মূলধন রয়েছে ১৫,০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন রয়েছে এক হাজার ১৫৯ কোটি ৯৪ লাখ টাকা। আর কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১১৫ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৯৭২টি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version