প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম শাহজালাল হতে মদিনার পথে উড়াল দিল বিমানের ড্রিমলাইনার

শাহজালাল হতে মদিনার পথে উড়াল দিল বিমানের ড্রিমলাইনার

0

গতকাল সোমবার দুপুর ১টা ১০ মিনিটে বিজি-০৩৭ ফ্লাইটে ২৪১ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার পথে উড়াল দিয়েছে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ।  প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে তিন দিন অথ্যাৎ সোমবার, বুধবার ও শনিবার ঢাকা-মদিনা ফ্লাইট চলবে। এ ছাড়া ৩১ অক্টোবর থেকে বিমানের চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে ফ্লাইট শুরু হবে। এই রুটে ফ্লাইট চলবে বৃহস্পতিবার।

বিমানবন্দরের কনকোর্স হলে এক অনুষ্ঠানে বিমানের নতুন এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এনামুল বারী, এমডি মোকাব্বির হোসেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version