প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম আফ্রিকায় এক বাড়ির ওপর আছড়ে পড়লো যাত্রীবাহী বিমান

আফ্রিকায় এক বাড়ির ওপর আছড়ে পড়লো যাত্রীবাহী বিমান

0

আফ্রিকার দেশ কঙ্গোতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে একটি বাড়ির ওপর আছড়ে পড়েছে। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। গতকাল রোববার দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহরে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

ব্রিটিশ শীর্ষসংবাদ বিবিসিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় গোমা শহরের একটি বাড়িতে যাত্রীবাহী ওই বিমানটি আছড়ে পড়ে। এ সময় বিমানটিতে থাকা ১৭ জন যাত্রী ও দুজন ক্রু নিহত হন। এ ছাড়া যে বাড়িটির ওপর বিমানটি আছড়ে পড়ে সেই বাড়িতে থাকা ৯ ব্যক্তিও এ ঘটনায় নিহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য। ‘বিজিবি’ নামের একটি কোম্পানি বিমানটি দিয়ে ফ্লাইট পরিচালনা করতো।

তবে হতাহতের সংখ্যা এখন পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি কঙ্গো সরকার। স্থানীয় নর্থ কিভু প্রদেশের গভর্নরের দপ্তর জানিয়েছে, বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন।

নর্থ কিভু প্রদেশের গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গোমা থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়।  ফ্লাইটটি একই প্রদেশের বেনি শহরে যাওয়ার কথা ছিল।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version