প্রচ্ছদ ব্যাংক-বিমা বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া ফের পেছালো

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া ফের পেছালো

0
ডলার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় ফের পিছিয়েছে। এ নিয়ে ৩৯ বারের মতো তদন্ত প্রতিবেদন জমা দেয়া পেছালো।

পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী আজ সোমবার (২৩ ডিসেম্বর) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পরবর্তী তারিখ নির্ধারণ করেন ২৩শে জানুয়ারি ২০২০।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই বছরের ১৫ মার্চ এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version