প্রচ্ছদ বিশেষ খবর আলী রেজা ইফতেখার এবিবি’র নতুন চেয়ারম্যান

আলী রেজা ইফতেখার এবিবি’র নতুন চেয়ারম্যান

0
আলী রেজা ইফতেখার এবিবি’র নতুন চেয়ারম্যান

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর নতুন চেয়ারম্যান হিসেবে আলী রেজা ইফতেখার নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

গতকাল শনিবার সংগঠনের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০-২১ মেয়াদের জন্য তিনি এবিবি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ২০১৪-১৫ মেয়াদেও তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচিত তিন নতুন ভাইস চেয়ারম্যান হলেন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।

সেক্রেটারী নির্বাচিত হয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী রাহেল আহমেদ।

দীর্ঘ ৩৪ বছরের ব্যাংকিং পেশায় আলী রেজা ইফতেখার বিভিন্ন বেসরকারি এবং ব্যাংক ইন্দোসুয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ আন্তর্জাতিক ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা, কর্পোরেট কমপ্লায়েন্স এবং রেগুলেটরি বিষয়ে অভিজ্ঞ আলী রেজা ইফতেখার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্যসহ বিশ্বের দেশে কর্পোরেট, রিটেইল এবং ক্রেডিট বিষয়ে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version