প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি টেকনোলোজি নতুন বছরে গুগল কিছু সেবা বন্ধ করে দিচ্ছে

নতুন বছরে গুগল কিছু সেবা বন্ধ করে দিচ্ছে

0
নতুন বছরে গুগল কিছু সেবা বন্ধ করে দিচ্ছে

এ বছর গুগল কয়েকটি সেবা বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এসব সেবা বন্ধ করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে গুগল।

যেসব সেবা বন্ধ হচ্ছে-

হ্যাংআউটস: ব্যবহারকারীদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় এ বছরের জুন মাসে গুগল হ্যাংআউটস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। অবশ্য এটাকে বন্ধ না বলে পরিবর্তনও বলা যেতে পারে। এ বছর গুগল হ্যাংআউটস সম্পূর্ণ পরিবর্তিত হয়ে হ্যাংআউটস চ্যাট অ্যান্ড মিটস নামে পরিচিতি পাবে। এ কারণে হ্যাংঅ্যাউটসে যাদের অ্যাকাউন্ট ছিল বা যারা এটি ব্যবহার করতেন তাদের নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না।

গুগল হায়ার: ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোর জনবল নিয়োগের ক্ষেত্রে সুবিধা দিতেই গুগল হায়ার চালু করা হয়। প্রায় ২ বছর চলার পর এই সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তবে কেন এটি বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ বছরের ১ সেপ্টেম্বররে গুগল হায়ার বন্ধ হওয়ার কথা রয়েছে।

গুগল ক্লাউড প্রিন্ট: প্রিন্টিংয়ের ক্ষেত্রে চালু হওয়া গুগল ক্লাউড প্রিন্ট সেবাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর সেবাটি বন্ধ করা হবে। এজন্য প্রিন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের বিকল্প কোনো অ্যাপস ব্যবহারে উৎসাহী করছে তারা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version