প্রচ্ছদ বিশেষ খবর ব্যাংক ঋণের সুদহার ‘সিঙ্গেল ডিজিট’ কার্যক্রম এপ্রিল থেকে

ব্যাংক ঋণের সুদহার ‘সিঙ্গেল ডিজিট’ কার্যক্রম এপ্রিল থেকে

0

আগামী এপ্রিল মাস থেকে ব্যাংক ঋণের সুদহার সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) এক প্রতিনিধি দল গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা ব্যক্ত করেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর হাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টে ২২৫ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এরই মধ্যে যা বলেছেন, তা আমি পুনরায় বলতে চাই না। আশা করি সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করা হবে। তা না হলে দেশে প্রত্যাশিত বিনিয়োগ হবে না এবং বিনিয়োগের ধারাও সংকটাপন্ন হবে।

তিনি আরো বলেন, আপনারা এর আগে যেসব দাবি করেছেন, আমি তা পূরণ করেছি। কিন্তু আপনারা আপনাদের কথা রাখেননি। আশা করি এবার অঙ্গীকারের ব্যত্যয় ঘটবে না।

এর আগে বিএবি সভাপতি নজরুল ইসলাম জানান, আগামী এপ্রিল থেকে সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version