প্রচ্ছদ ব্যাংক-বিমা বাংলাদেশ ব্যাংক নারী ব্যাংকারদের মাতৃত্বকালীন ছুটি সর্বোচ্চ দুইবার

নারী ব্যাংকারদের মাতৃত্বকালীন ছুটি সর্বোচ্চ দুইবার

0
ডলার

ব্যাংকে কর্মরত একজন নারী কর্মকর্তা তার পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন বলে নতুন এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই ছুটির মেয়াদ হবে ছয় মাস। ব্যাংকের স্থায়ী ও অস্থায়ী সব কর্মীর জন্যই এই ছুটি প্রযোজ্য।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে অনেক সময় ব্যাংকে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারীদের কর্মের প্রকৃত মূল্যায়ন করা হয় না, যা নারীর উন্নয়ন, অগ্রগতি ও ক্ষমতায়নের পথে অন্তরায়। এ কারণে নারী কর্মীদের ছুটি ভোগের বছরে তাদের বার্ষিক কর্ম মূল্যায়নের ক্ষেত্রে আগের বছর বা পূর্ববর্তী তিন বছরের গড়ের মধ্য যেটি উত্তম সেটি বিবেচনায় নিতে হবে।

উল্লেখ, নারী কর্মকর্তা কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীতকরণের বিষয়টি সব ব্যাংকের মানব সম্পদ ব্যবস্থানা সংক্রান্ত নীতিমালায় অন্তর্ভুক্ত করতে ২০১৩ সালের মার্চে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version