প্রচ্ছদ বিশেষ খবর বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত মৃত্যুর সংখা দাঁড়াল ৭

বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত মৃত্যুর সংখা দাঁড়াল ৭

0

টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরও ৩ জন মুসল্লির মৃত্যু হয়েছে আজ। এ পর্যন্ত ইজতেমার ময়দানে মৃত্যুর সংখা দাঁড়াল ৭ জন। জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) রাতে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে তারা মারা গেছেন। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের তিনজনের নামাজে জানাজা হয়।

মৃত তিনজন হলেন, রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ, ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান। এ নিয়ে এবারের ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা ময়দানে মরদেহের জিম্মাদার হিসেবে মো. ইলিয়াস আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার সকালে চারজনের মৃত্যু হয়। তারা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পাটা গ্রামের খোকা মিয়া। চট্রগ্রামের পটিয়া থানার খৈগ্রামের বৃদ্ধ মুহাম্মদ আলী এবং নওগাঁ জেলার আত্রাই থানার পাইকার বড় বাড়ি গ্রামের শহীদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৯টায় ইজতেমা ময়দানের আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাখির পাড় গ্রামের ইয়াকুব শিকদার মারা যান।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version