প্রচ্ছদ বিশেষ খবর মিলটন সফির তৃতীয় কাব্যগ্রন্থ ‘নিভৃতে নির্বাসনে’ উন্মোচন

মিলটন সফির তৃতীয় কাব্যগ্রন্থ ‘নিভৃতে নির্বাসনে’ উন্মোচন

0

আজ শনিবার ( ফেব্রুয়ারি) থেকে একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে মিলটন সফির নতুন কবিতার বইনিভৃতে নির্বাসনে বইটি প্রকাশ করেছে শিখা প্রকাশনী। প্রচ্ছদ অলংকরণ করেছে চারু পিন্টু। গতকাল শুক্রবার ( ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বইটির মোড়ক উন্মোচন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

ইতোমধ্যে তিনটি কাব্যগ্রন্থ লিখেছেন মিলটন সফি তার মধ্যে প্রথম কাব্যগ্রন্থকালোপুরুষপ্রকাশিত হয় ২০০৪ সালে। পরের বছরই দ্বিতীয় কাব্যগ্রন্থএকটি স্বপ্নস্নাত নারীর জন্যে প্রার্থনা

কবিতার বইনিভৃতে নির্বাসনেনিয়ে মিলটন বলেন, বইটিতে মোট ৬৮টি কবিতা আছে এবং এর বেশির ভাগই অনেক পুরোনো সময়ের কথা মনে করিয়ে দেবে

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version