প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি টেকনোলোজি আজ শেষ হচ্ছে বেসিস সফটএক্সপো

আজ শেষ হচ্ছে বেসিস সফটএক্সপো

0

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘বেসিস সফটএক্সপো ২০২০’ শেষ হচ্ছে আজ। গতকালও বিভিন্ন আয়োজনে জমজমাট ছিল দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় এ আয়োজন। গতকাল দুই সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ শীর্ষক সেমিনার।

এ আয়োজনে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, বেসিস সফটএক্সপোর আহ্বায়ক মুশফিকুর রহমান, অগমেডিক্সের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, রবি আজিয়াটার প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শাহেদুল আলম, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, আইসিটি বিভাগের দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুরুজ্জামান, নগদে’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, বেসিস পরিচালক দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

মেলা সম্পর্কে বেসিস সভাপতি আলমাস কবীর জানান, আমরা ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতিতে দারুণ সাড়া পাচ্ছি। আশা করছি, মেলার শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। পরিবর্তিত জীবনধারায় প্রযুক্তি স্লোগানে এ মেলার আয়োজক দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় বাণিজ্যিক সংগঠন বেসিস। আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। নিবন্ধনসাপেক্ষে বিনামূল্যে মেলায় প্রবেশ করা যাচ্ছে। চার দিনের এ প্রদর্শনী শেষ হচ্ছে আজ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version