প্রচ্ছদ বিশেষ খবর ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে পেঁপে

ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে পেঁপে

0

শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম সৌন্দর্য নষ্ট করে থাকে। এসব লোমের কারণে উজ্জ্বল ত্বকও দেখতে কালো দেখায়। তাইতো ত্বককে উজ্জ্বল ও সুন্দর দেখাতে অনেক টাকা খরচ করে বেশিরভাগ নারীরা এসব অবাঞ্ছিত লোম তুলে ফেলেন।

ত্বককে উজ্জ্বল ও সুন্দর দেখাতে ঘরোয়া কিছু উপায়ে যন্ত্রণা ছাড়াই অবাঞ্ছিত লোম দূর করার পদ্ধতি রয়েছে যা সত্যি বেশ কার্যকরী।

চলুন জেনে নেয়া যাক পদ্ধতি সম্পর্কে-

পাকা পেঁপে ও হলুদের মিশ্রণ ত্বকের মসৃণতা বৃদ্ধি করে। পাকা পেঁপেতে পাপাইন নামক একটি উপাদান থাকে, যা চুল গজানোতে বাঁধা দেয় এবং চুলের গোঁড়া নরম করে উঠে আসতে সাহায্য করে। পাকা পেঁপে এবং হলুদ ত্বকের লোম দূর করতে সাহায্য করে।

একটি পাত্রে ২ টেবিল চামচ পরিমাণ পাকা পেঁপে চামচে কুড়িয়ে তুলে নিন। এর সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগান। ১৫ মিনিট রাখুন। তারপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version