প্রচ্ছদ পুঁজিবাজার এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

0

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ৯১৬ কোটি টাকার লেনদেন হয়েছে; যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এর আগে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি ডিসেইতে ৯৮৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬৯ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৯ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫৫ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৯১৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৮৫ কোটি ৬৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৭৩০ কোটি ৫৭ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৩৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version