প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ভারত ভ্রমণে সব ধরনের ভিসা স্থগিত ঘোষনা

ভারত ভ্রমণে সব ধরনের ভিসা স্থগিত ঘোষনা

0

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাস কে মহামারি ঘোষণার পর গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

আগামীকাল শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে অন্য কোনো দেশ থেকে ভ্রমণ ভিসা থাকা কোনো ব্যক্তি ভারতে প্রবেশ করতে পারবেন না। তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংগঠন এবং পেশাগত ও প্রকল্পের কাজে নিয়োজিতদের ভিসা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো গতকাল এক বিবৃতিতে এ কথা জানায়। খবর এনডিটিভির।

এ ছাড়া করোনা আক্রান্ত প্রধান সাতটি দেশের নাগরিক বা যারা এসব দেশ ভ্রমণ করে গত ১৫ ফেব্রুয়ারির পর ভারতে প্রবেশ করেছেন তাদের কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। দেশগুলো হলো- চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি।

এ পর্যন্ত ভারতে করোনাভাইরাস আক্রান্ত ৬৭ জন শনাক্ত হয়েছেন। তাদের একটি বড় অংশই ইতালি থেকে আসা পর্যটক।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version