প্রচ্ছদ বিশেষ খবর সাধারণ ছুটি ১ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে

সাধারণ ছুটি ১ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে

0

সাধারণ ছুটির মেয়াদ ১ মে পর্যন্ত বাড়ানোতে সুপারিশ করেছে। মঙ্গলবার জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ লিখিতভাবে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ও করোনা সংক্রান্ত ফোকাল পার্সন হাবিবুর রহমান খান।

তিনি বলেন, জাতীয় কমিটির সভায় গুরুত্বপূর্ণ বেশকিছু মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এতে সংযুক্ত ছিলেন। সভায় করোনা নিয়ন্ত্রণে দেশব্যাপী যে লকডাউন চলছে সেটি আরও কঠোর করার বিষয়ে আলোচনা হয়। ছুটি বাড়ানো এবং যেসব এলাকা স্বাভাবিক রয়েছে সেখানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি করোনা সংক্রান্ত কেনাকাটায় স্বচ্ছতা আনয়নসহ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সরকারি হাসপাতালের পাশাপাশি করোনা রোগীদের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল যুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version