প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম করোনায় আরও ২১৩ জাপানী নাগরিক ঢাকা ছাড়লেন

করোনায় আরও ২১৩ জাপানী নাগরিক ঢাকা ছাড়লেন

করোনা তান্ডবে ভীতসন্ত্রস্ত হয়ে জাপানের আরও ২১৩ নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। জাপানের উদ্দেশে যাওয়া এটি তৃতীয় বিশেষ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ইতোমধ্যে বিশেষ এই ফ্লাইটটি উড্ডয়নের অনুমতি নিয়েছে। ফ্লাইটের সবাই জাপানের নাগরিক।

জানা গেছে, রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা। ফ্লাইটটি সরাসরি জাপানের নারিতার বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে দ্বিতীয় দফায় ২৮ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ১০৯ জাপানী নাগরিক ঢাকা ছাড়েন। করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এ নিয়ে তিন দফায় জাপানী নাগরিকরা দেশে ফিরছেন। গত ২ এপ্রিল জাপানের ৩২৭ জন নাগরিক দেশে ফিরে যান। প্রথম দফায় ঢাকা ছেড়ে যাওয়া জাপানের নাগরিকদের অধিকাংশই মাতারবাড়ী বিদ্যুতকেন্দ্র, মেট্রোরেলসহ আর্থিক ও কারিগরি সহায়তায় চলমান উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার তৃতীয় দফায় ঢাকা ছাড়ার জন্য রাতে বিমানবন্দরে যান তারা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version