প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম শাহজালাল বিমানবন্দরে লাইফ জ্যাকেটের বাক্সে ২২টি সোনার বার

শাহজালাল বিমানবন্দরে লাইফ জ্যাকেটের বাক্সে ২২টি সোনার বার

0
স্বর্ণের বারসহ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এযারলাইন্সের একটি ফ্লাইটের লাইফ জ্যাকেটের বাক্সে মিলল ২২টি সোনার বার। সোমবার (২৮ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এই সোনার বার উদ্ধার করে বলে জানা গেছে। সোনা চোরাচালানের একটি গোপন তথ্য ছিল শুল্ক গোয়েন্দার কাছে। এরপর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাডানো হয়। সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-৪৮) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অতপর বিমানটি তল্লাশি করা হয়। এ সময় বিমানের সিটের নিচে থাকা লাইফ জ্যাকেটের বাক্সের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২২টি সোনার বার উদ্ধার করা হয। যার ওজন ২ কেজি ৫৫২ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version