প্রচ্ছদ বিশেষ খবর ওমরাহ পালনের সুযোগ পাবেন কেবল টিকা নেওয়া লোকজন

ওমরাহ পালনের সুযোগ পাবেন কেবল টিকা নেওয়া লোকজন

0
Hajj

 

মক্কায় ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে পবিত্র রমজান মাস থেকে কোভিড-১৯–এর টিকা নেওয়া লোকজনকেই । সৌদি কর্তৃপক্ষ গতকাল সোমবার এ কথা জানিয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে।

অন্তত ১৪ দিন আগে টিকার একটি ডোজ গ্রহণ করেছেন এবং যাঁরা টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন অথবা যাঁরা সংক্রমণ থেকে সেরে উঠেছেন। এসব লোকই কেবল ওমরাহ পালন এবং পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবেন।

এই নিয়ম পবিত্র রমজান মাসের শুরুতেই চালু হবে- হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে । তবে কত দিন চলবে তা স্পষ্ট নয়। গত মাসে সৌদি বাদশাহ সালমান হজ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেন। এরপরই নতুন এ ঘোষণা এসেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version