প্রচ্ছদ খেলাধুলা শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

প্রথমপর্বে বড় ধাক্কা খাওয়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সুপার টুয়েলভে নাম লিখিয়েছে বাংলাদেশ। যেটাকে ভাবা হচ্ছে বিশ্বকাপের মূলপর্ব। এই পর্বেই বড় বড় প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে টাইগারদের।

রোববার (২৪ অক্টোবর) সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।

টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে। তিনটি ম্যাচ জেতার পর দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা প্র্যাক্টিস ম্যাচগুলোও জিতেছি।’

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য টস হেরেও অসন্তুষ্ট নন। তিনি বলেছেন, ‘আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হবে।’

আরও পড়ুন : টি-টোয়েন্টি সুপার টুয়েলভে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

টাইগার একাদশ থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার বদলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ :
লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ :
কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version