প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ৭ নাবিক আহত

এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ৭ নাবিক আহত

0
এফ-৩৫

যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান এফ-৩৫ অবতরনের সময় দুর্ঘটনায় পতিত হয়েছে। এ সময় অবতরনের সহযোগীতার কাজে যুক্ত থাকা ৭ জন নাবিক আহত হয়েছেন। এই ঘটনায় বিমানের পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরীর ডেকে এ দুর্ঘটনা ঘটে।

ইউএস প্যাসিফিক কমাণ্ডের অধীন পারমানবিক শক্তিচালিত বিমানবাহী রনতরী ইউএসএস কার্ল ভিনসন দক্ষিণ চীন সাগরে মোতায়েন রয়েছে। দুর্ঘটনা ঘটার সময় এফ-৩৫সি লাইটিং টু বিমানটি রুটিন ফ্লাইট পরিচালনা করছিল।

আহত ৭ নাবিকের মধ্যে ৩ জনকে ম্যানিলার মেডিকেল ফ্য্যাসিটিলিজে সরিয়ে নেয়া হয়েছে। তবে ঠিক কি কারণে তাদের ম্যানিলায় সরানো হলো তা জানানো হয়নি। তবে তাদের অবস্থা স্থিতিশীল জানানো হয়েছে।

আরও পড়ুন : অল্পের জন্য রক্ষা পেল আকাশে মুখোমুখি দুই উড়োজাহাজ এর যাত্রীরা

বাকি ৪ জন ইউএসএস কার্ল ভিনসনেই চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে। তবে যিনি চিকিৎসাধীন আছেন, বিবৃতিতে তার অবস্থা জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনার শিকার এফ-৩৫ এর অবস্থা ও ইউএসএস কার্ল ভিনসনের ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানা যায়নি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version