প্রচ্ছদ বিশেষ খবর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

0
ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ( ঘূর্ণিঝড় ) ‘অশিন’ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে আজ সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় আন্দামানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশিন’।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝড়োহাওয়াও।

ঘূর্ণিঝড় ‘অশনি’ আগামীকাল মঙ্গলবার (২২ মার্চ) উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে।

আরও পড়ুন : আগামী সপ্তাহে উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী আর কে জানামনি জানান, বঙ্গোপসাগরের ওপরে তৈরি নিম্নচাপটি আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তিও বাড়তে থাকবে। বিকেলের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি আবহাওয়ার হঠাৎ কোনো বড় পরিবর্তন না হয়, তবে সন্ধ্যার মধ্যে তা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version