প্রচ্ছদ পুঁজিবাজার বিভিন্ন বিও হিসাবে একই তথ্য ব্যবহার বন্ধের সময় বাড়লো ২১ অক্টোবর পর্যন্ত

বিভিন্ন বিও হিসাবে একই তথ্য ব্যবহার বন্ধের সময় বাড়লো ২১ অক্টোবর পর্যন্ত

0

পুঁজিবাজারে বিনিয়োগকারীর একই তথ্য অথ্যাৎ জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার ও ব্যাংক হিসাব নাম্বার ইত্যাদি বিভিন্ন বিও হিসাবে ব্যবহার বন্ধের সময়সীমা বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। মঙ্গলবার বিএসইসির ৬৯৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র মতে, একই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার ও ব্যাংক হিসাব নাম্বার বিভিন্ন বিও হিসাবে ব্যবহার বন্ধের জন্য কমিশন এর আগে গত ২০ জুন, ২০১৯ এ একটি সার্কুলার জারি করে। সেই সার্কুলার এর মাধ্যমে সমস্যা সমাধানের জন্য নির্দেশ প্রদান করে। এই সার্কুলার এর সময় গত ২১ জুলাই,২০১৯ তারিখ শেষ হয়েছে।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে কমিশন এই সময়সীমা ২১ অক্টোবর,২০১৯ তারিখ পর্যন্ত বর্ধিত করেছে। তবে কোন সদস্য এখনও সংশ্লিষ্ট আদেশ পরিপালনে ব্যর্থ হয়েছে তা ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন কমিশনকে আগামী ১৫ দিনের মধ্যে অবহিত করবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version