প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি টেকনোলোজি এফটিসিকে ৫০০ কোটি ডলার জরিমান দিতে রাজি ফেসবুক

এফটিসিকে ৫০০ কোটি ডলার জরিমান দিতে রাজি ফেসবুক

0

ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করার যে অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি), সেই অভিযোগ থেকে ‍মুক্তি পেতে এফটিসিকে ৫০০ কোটি ডলার জরিমান দিতে সম্মতি জানিয়েছে ফেসবুক।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো টেক জায়ান্টকে এফটিসির এটিই সর্বোচ্চ অংকের জরিমানা। তবে এই অর্থ ফেসবুকের মাত্র এক মাসের আয়ের সমান।

গত বছর মার্চ মাসে কেমব্রিজ অ্যানালিটিকা নামে রাজনীতি নিয়ে বিশ্লেষণ করা এক কোম্পানির কাছে ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য থাকার কথা জানা যায়। কীভাবে সেই তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার কাছে গেল তা নিয়ে তদন্ত করেছে এফটিসি। এতে ব্যবহারকারীদের সঙ্গে ফেসবুকের প্রতারণা করার প্রমাণ পাওয়া গেছে।

তবে ফেসবুক অবশ্য প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।এফটিসির জরিমানার খবর প্রকাশের কিছুক্ষণের মধ্যে একটি বিবৃতি দিয়েছেন মার্ক জাকারবার্গ।

তিনি বলেন, ‘আমরা জরিমানা দিতে রাজি হয়েছি, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা কিছু পরিবর্তন আনতে চলেছি। ব্যবহারকারীর গোগনীয়তা রক্ষা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমরা এর মধ্যে কাজ শুরু করেছি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version