প্রচ্ছদ শিল্প বানিজ্য পোশাক শিল্প দুই একদিনের মধ্যেই শ্রমিকের ঈদ বেতন-বোনাসের সিদ্ধান্ত

দুই একদিনের মধ্যেই শ্রমিকের ঈদ বেতন-বোনাসের সিদ্ধান্ত

0

আসন্ন ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস প্রদানে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (৩০ জুলাই) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন সভাকক্ষে এক মতবিনিময় সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায় এ কথা বলেন।

শিবনাথ রায় বলেন, বর্তমানে শ্রম প্রতিমন্ত্রী চিকিৎসা জন্য বিদেশে রয়েছেন। তিনি দেশে ফেরার পর বিভিন্ন সেক্টেরের নেতাদের সঙ্গে বৈঠক করে বেতন-বোনাস প্রদানের তারিখ নির্ধারণ করা হবে।

চামড়া শিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করে আরও ভয়াভয় পরিবেশ সৃষ্টি করেছে উল্লেখ করে মহাপরিদর্শক শিবনাথ বলেন, চামড়া শিল্প আগে বুড়িগঙ্গা ধ্বংস করতো, এখন ধ্বলেশ্বরী নদীকে ধ্বংস করা শুরু করেছে। তিনি বলেন, চামড়া শিল্পের কঠিন বর্জ্য নিয়ে বড় ধরনের সমস্যা রয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version