প্রচ্ছদ শিল্প বানিজ্য আমদানী-রপ্তানি রপ্তানীমুখী ১৩টি পণ্যকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

রপ্তানীমুখী ১৩টি পণ্যকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

0

নতুন করে রপ্তানি প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আরও ১৩টি পণ্যকে। গতকাল সোমবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে অর্থসচিব আবদুর রউফ তালুকদার গণমাধ্যমকে জানান, নতুন ১৩টি পণ্যের প্রণোদনায় ২ হাজার ৮০০ কোটি টাকা দরকার হবে। এই অর্থ ইতিমধ্যে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে।

অর্থসচিব আরও জানান, গার্মেন্ট খাতে ইউরোপ-আমেরিকায় পণ্য রপ্তানিতে ১ শতাংশ প্রণোদনা, মেডিক্যাল সার্জিক্যাল যন্ত্রাংশে ১০ শতাংশ, মহিষের নাড়ি-ভুঁড়ি ও শিং রপ্তানিতে, শাক-সবজি, শস্য, পাটকাঠি থেকে উত্পাদিত কার্বন, ফার্মাসিউটিক্যাল পণ্য, কেমিক্যাল পণ্য, সফটওয়ার, হার্ডওয়্যার ও আইটিইএস পণ্য, সুপারি পাতার তৈরি পণ্য এবং ঝুট কাপড় দিয়ে তৈরি পণ্য খাতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সি ক্যাটাগরির সিনথেটিক পণ্য, ইপিজেডের অ্যাগ্রোপ্রসেসিং পণ্যে ৪ শতাংশ প্রণোদনা, হালকা প্রকৌশল খাতের মধ্যে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের ওপর ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হয়েছে। নতুন করে প্রণোদনার আওতায় আসা সবাইকে ৩০ শতাংশ মূল্য সংযোজন কর ও শতভাগ কাস্টমসের আওতাভুক্ত হতে হবে বলে জানান তিনি।

অর্থসচিব জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে সরকার এখন থেকে ২ শতাংশ প্রণোদনার ঘোষণা দিয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version