প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ফাঁকা মাঠে আছড়ে পড়ল চালকবিহীন বিমান

ফাঁকা মাঠে আছড়ে পড়ল চালকবিহীন বিমান

0

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) একটি চালকবিহীন বিমান (রুস্তম-২) উড্ডয়নের পর খোলা মাঠে আছড়ে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে উক্ত চালকবিহীন বিমান (রুস্তম-২) এর পরীক্ষামূলক উড্ডয়ন চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, দেশটির কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ডিআরডিও’র চালকহীন বিমান রুস্তম-২ এর পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল। সেসময় আচমকাই খোলা মাঠের ওপর ভেঙে পড়ে বিমানটি।

ডিআরডিও-এর পক্ষ থেকে বলা হয়েছে, এয়ারোনটিক্যাল টেস্ট রেঞ্জের সময় বিমানটি ভেঙে পড়ে। এই টেস্ট রেঞ্জে দেখা হয় সংশ্লিষ্ট বিমানের উড়ান ক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে অস্ত্র বহনের ক্ষমতা।

ডিআরডিও-র ১৫০০ কোটি টাকার ইউএভি প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই রুস্তম-২। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই এয়ারক্রাফট সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন করলেও এবার ব্যর্থ হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version