প্রচ্ছদ পুঁজিবাজার আজ নতুন ইনডেক্স চালু হচ্ছে ডিএসইতে

আজ নতুন ইনডেক্স চালু হচ্ছে ডিএসইতে

0
শাজাহান ও শাকিল রিজভী ডিএসইর পরিচালক নির্বাচিত

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন ইনডেক্স ‘সিএনআই-ডিএসই সিলেক্ট ইনডেক্স’ (সিডিএসইটি) চালু হচ্ছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, স্ট্রেটেজিক পার্টনারের সাথে কাজ করার অংশ হিসেবে নতুন ইনডেক্স চালু করা হচ্ছে ডিএসইতে। নতুন ইনডেক্স ডিজাইন করেছে শেনজেন সিকিউরিটিজ ইনফমেশন কোম্পানি লিমিটেড ও ঢাকা স্টক এক্সচেঞ্জ।

আজ বৃহস্পতিবার থেকে নতুন ইনডেক্স যাত্রা শুরু করছে। আগামী ১ জানুয়ারি থেকে ডিএসই ওয়েবসাইটে হোমপেজে ইনডেক্সটি দেখা যাবে। এই ইনডেক্সের বেস তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৫ এবং বেস ভ্যালু ১০০০ পয়েন্ট।

জানা গেছে, ইনডেক্সটি হবে মার্কেট মূলধনের উপর ভিত্তি করে। শেনজেনে তিনটি ক্যাটাগরিতে ইনডেক্সটি আছে। ক্যাটাগরিগুলো হচ্ছে ক্ষুদ্র বাজার মূলধন, মাঝারি বাজার মূলধন, বড় বাজার মূলধন। তবে আমাদেরটি একটি ক্যাটাগরিতে বাজার মূলধনের উপর ভিত্তি করে হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version