প্রচ্ছদ পুঁজিবাজার নতুন বছরের শুরুতে ডিএসইতে লেনদেন কমেছে

নতুন বছরের শুরুতে ডিএসইতে লেনদেন কমেছে

0

বুধবার নতুন বছরের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমান কমেছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

পুঁজিবাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০১ পয়েন্টে।

টাকার অংকে ডিএসইতে আজ ২৯৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২২ কোটি ৬৯ লাখ টাকা কম। গত কর্মদিবসে (সোমবার) লেনদেনের পরিমাণ ছিল ৩১৮ কোটি ৯৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫১৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version