প্রচ্ছদ পুঁজিবাজার সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে

0

সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টায় ডিএসইতে ৩১৫কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময় ডিএসইতে প্রধান সূচক (ডিএসইএক্স) সূচক ১২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৪টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২২৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version