প্রচ্ছদ পুঁজিবাজার নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোন

নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোন

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য ৯০ শতাংশ (প্রতি ১০ টাকা শেয়ারে ৯ টাকা) অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানিটি জানুয়ারি’১৯ থেকে জুন’১৯ পর্যন্ত ৬ মাসের হিসাব মূল্যায়ন করে শেয়ারহোল্ডারদের জন্য তাদের পরিশোধিত মূলধনের ৯০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এবং কর পরিশোধের পর কোম্পানিটির ৬৭ শতাংশ আয় হওয়ার পর এ লভ্যাংশ দিবে।

আর ২০১৯ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাস সময়ে ইপিএস হয়েছে ৭ টাকা ০৭ পয়সা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ১৫ পয়সা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ টাকা ৯৪ পয়সা।

অন্তর্বর্তীকালীন লভ্যাংশের কারণে আগামী ৪ আগস্ট এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version