প্রচ্ছদ পুঁজিবাজার ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি’র ২৯% লভ্যাংশ ঘোষণা

ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি’র ২৯% লভ্যাংশ ঘোষণা

0

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডি) সাবসিডিয়ারি কোম্পানি ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি’র লভ্যাংশ ঘোষণা করেছে।

সূত্র মতে, ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ২৯ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি ইউনাইটেড এনার্জি লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি। এবং ইউনাইটেড এনার্জি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারি কোম্পানি।

আলোচ্য সময়ে কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছরের জন্য শেয়ার প্রতি ২ টাকা ৯০ পয়সা (২৯ শতাংশ) নগদ লভ্যাংশ দিবে। যার পরিমাণ ১১৬ কোটি ১৩ লাখ ১ হাজার ৮১৩ টাকা। এর আগে একই অর্থবছরের জন্য আশুগঞ্জ এনার্জি শেয়ার প্রতি ৯৭ পয়সা (৯.৭৫ শতাংশ) যার পরিমাণ ৩৯ কোটি ৪ লাখ ৩৭ হাজার ৬৭৮ টাকা অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। সবমিলিয়ে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি শেয়ার প্রতি ৩ টাকা ৮৭ পয়সা (৩৮.৭৫ শতাংশ) নগদ লভ্যাংশ দিয়েছে। যার পরিমাণ ১৫৫ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৪৯১ টাকা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version