প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ল

ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ল

0

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ ১৭টি দেশ থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর থেকে আরও ৩০ দিন বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা সোমবারের এক আদেশে এ নিষেধাজ্ঞার উল্লেখ রয়েছে। যেখানে করোনা-সংক্রান্ত নির্দেশনায় অল্প কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হলেও বেশিরভাগ নিষেধাজ্ঞা ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে বাংলাদেশসহ কয়েক দেশের প্রবেশ নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। কিন্তু এ দিন জারি করা নতুন নোটিসে এক মাস সময় বাড়ানো হয়েছে। এ তালিকায় বাংলাদেশের সঙ্গে আগের মতোই রয়েছে ১৬টি দেশের নাগরিকরা। অন্য দেশগুলো হলো- ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসোভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া। এর আগে কয়েক দফা দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সর্বশেষ আগস্টে বলা হয়, বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকরা সে দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না। এর আগে ইতালির দেওয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version