প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ইন্দোনেশিয়ায় অর্ধশতাধিক আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় অর্ধশতাধিক আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ বিমান নিখোঁজ

0

ইন্দোনেশিয়ায় অর্ধশতাধিক আরোহী নিয়ে একটি বোয়িং ৭৩৭-৫০০ বিমান নিখোঁজ হয়েছে। বিমানটি খুঁজতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। স্থানীয় মেট্রো টিভি জানায়, বিমানে ৫৬ জন যাত্রী ছিল। যার মধ্যে ৭ শিশু। ক্রু ছিলেন ৬ জন।

শনিবার ইন্দোনেশিয়ায় রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পরপরই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাওয়াতী বলেন, পশ্চিম কালিমান্টান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকের উদ্দেশে যাত্রা করে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি।

শ্রীবিজয়া এয়ার জানিয়েছে, বিমান নিখোঁজের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার আগে এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করছে তারা।

স্থানীয় মেট্রো টিভি জানায়, বিমানে ৫৬ জন যাত্রী ছিল। যার মধ্যে ৭ শিশু। ক্রু ছিলেন ৬ জন।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এক টুইট বার্তায় জানায়, শ্রীবিজয়া এয়ারের ফ্লাইট এসজে-১৮২ জাকার্তা থেকে উড্ডয়নের ৪ মিনিট পরই নিখোঁজ হয়। নিখোঁজের সময় বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল বলেও জানানো হয়।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version