প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি এবং কাজী আবেদিন টেক্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এমটিবি এবং কাজী আবেদিন টেক্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

0

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং কাজী আবেদিন গ্রুপের একটি অঙ্গ সংগঠন, কাজী আবেদিন টেক্স লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় পে-রোল ব্যাংকিং সেবা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমটিবি’র পে-রোল ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ মূল্য সহ ব্যাংকিং সেবা ও পণ্যের সমাহার এবং কার্ডের বৈচিত্র্য রয়েছে; উদাহরণস্বরূপ, স্যালারি অ্যাকাউন্ট, ক্রেডিট, ডেবিট এবং প্রি-পেইড কার্ড এবং বিনিয়োগের সুযোগ সুবিধা সমূহ যেমন টার্ম ডিপোজিট, মাসিক বেনিফিট স্কিম এবং ডিপিএস ইত্যাদি। এছাড়াও ব্যাংকের বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যাংকিং সল্যুশন রয়েছে যার মাধ্যমে ব্যাংকের পে-রোল গ্রাহকরা এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অর্থপ্রদান, তহবিল স্থানান্তর, বিল পরিশোধ করতে পারে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর এবং কাজী আবেদিন টেক্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, কাজী নাজমুল আবেদিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রয়োজনীয় চুক্তিপত্র আদান-প্রদান করেন। এছাড়াও এমটিবি’র, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন এবং কাজী আবেদিন টেক্স লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, রফিকুল আমিন, এফসিএমএ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version