প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস ২০২৩’ উদযাপন

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস ২০২৩’ উদযাপন

0
এমটিবি

‘বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস ২০২৩’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি, আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য ‘২০৩০ সাল নাগাদ ঋতুস্রাবকে, জীবনের একটি স্বাভাবিক ঘটনায় পরিণত করা’’ উদযাপন করেছে। বিশেষ এই দিনটিকে গুরুত্ব সহকারে উদযাপন করার অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন প্রতিমাসে স্কুলের কিশোরী ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে তাদের সহায়তা করার অঙ্গীকার করেছে।

এমটিবি ফাউন্ডেশন বিশ্বাস করে, মাসিক সংক্রান্ত পণ্যের সহজলভ্যতা, ঋতুস্রাব সম্পর্কিত শিক্ষা এবং ঋতুস্রাব -বান্ধব স্যানিটেশন সুবিধা সংক্রান্ত চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, ঋতুস্রাব সম্পর্কে কুসংস্কার ও অবরুদ্ধতার অবসান ঘটতে পারে। এমটিবি ফাউন্ডেশন, এই অংশীদারিত্বের মাধ্যমে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩, ৪, ৬ এবং ১০ অর্জনে সহায়তা করতে চায়।

এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মালিহা আহসানের কাছে নারী স্বাস্থ্যবিধি উপকরণগুলি হস্তান্তর করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version