প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ঢাকা ব্যাংকের ২৮ তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা ব্যাংকের ২৮ তম বার্ষিক সাধারণ সভা

0
ঢাকা ব্যাংক

১৮ জুন, ২০২৩ইং সকাল ১১.৩০ ঘটিকায়, ঢাকা ব্যাংক লিমিটেড-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা মোতাবেক ডিজিটাল প্লাটফর্মে ঢাকা ব্যাংকের হেড অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল হাই সরকার। অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান জনাব আমানুল্লাহ সরকার, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পনসর জনাব এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালকবৃন্দ জনাব রেশাদুর রহমান, জনাব আলতাফ হোসেন সরকার, জনাব মোহাম্মদ হানিফ, জনাব আমির উল্লাহ, জনাব তৌহিদুল হোসেন চেীধুরী, জনাব আব্দুল্লাহ আল আহসান, জনাব মির্জা ইয়াসির আব্বাস, জনাব জসিম উদ্দিন, মিসেস রোকসানা জামান, মিসেস মনোয়ারা খন্দকার, মিসেস রাখি দাস গুপ্তা, স্বতন্ত্র পরিচালক জনাব আহবাব আহমেদ, জনাব ফিরোজ আহমেদ, জনাব ডঃ মোহাম্মদ আলী তসলিম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এমরানুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের কোম্পানী সচিব জনাব মোঃ শাহজাহান মিয়া-সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত সভায় ২০২২ সালের জন্য ৬% নগদ ও ৬% স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়াও, ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগন ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version