প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ঢাকা ব্যাংক লিমিটেড এর “আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩” উদযাপন

ঢাকা ব্যাংক লিমিটেড এর “আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩” উদযাপন

0
ঢাকা ব্যাংক

আজ ১৩ই মার্চ,২০২৩ ইং এ ঢাকা ব্যাংক লিমিটেড কর্তৃক আয়োজিত “আন্তর্জাতিক নারী দিবস-২০২৩” উদযাপন অনুষ্ঠানে ঢাকা ব্যাংক হেড অফিস প্রাঙ্গনে ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যাংকের পরিচালকবৃন্দদের উপস্থিত থেকে কেক কাটার আনুষ্ঠানিকতা পালন করতে দেখা যাচ্ছে উক্ত ব্যাংক এর নারী কর্মীদের।
ঢাকা ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার এবং মিসেস সেলিনা হাই সহ উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মিসেস রোকসানা জামান ও ব্যাংকের অন্যান্য পরিচালকগণ এবং তাদের সহধর্মিনীগণ । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও নারী দিবসের তাৎপর্য বণনা করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এমরানুল হক। মালিয়া কাদের, সিইও, সহজ ডট কম, কর্মীদের উৎসাহ উদ্দীপনা ও প্রেরণা জোগাতে অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন।

“আমি কর্মী, শপথ নিয়েছি বিশ্বমাঝে মাথা উঁচু করে দাঁড়াবার।“- এই মর্মে ২০২৩ সালের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা ব্যাংক আয়োজন করেছে একটি বিশেষ আনন্দ উৎযাপন এবং এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা ব্যাংকের প্রত্যেক নারীকর্মীদের বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয় ।

দেশের অবকাঠামো এবং অর্থনীতি উন্নয়নে নারীদের অবদানকে স্বীকৃতি প্রদানে ঢাকা ব্যাংক এর এই প্রচেষ্টা।
ঢাকা ব্যাংকের আয়োজক টিম টাঙ্গাইল থেকে শাড়ী সংগ্রহ করে ঢাকার মিরপুরের বিশেষ শিল্পকর্মীদের মাধ্যমে শাড়ীর নকশা করা হয়েছে । শাড়ীর নকশার ভাঁজে ভাঁজে রয়েছে নারীদের কেন্দ্র করে বিভিন্ন উদ্ধিতি এবং শুভেচ্ছাবার্তা।

শাড়ীর সাথে রয়েছে ঢাকার চকবাজারের থেকে বাছাই করে নেওয়া রংবেরং-এর চুড়ি। এছাড়া নারীর সৌন্দর্যের বিশেষ উপাদান কপালের টিপ সংগ্রহ করা হয়েছে শাঁখারীবাজার থেকে। শাড়ীর সাথের ব্লাউজের কাপড় নেওয়া হয়েছে ঢাকার বিখ্যাত চাঁদনীচক থেকে।

মাতৃত্বকালীন ছুটিতে থাকা সকল নারীকর্মীদের সারপ্রাইজ হিসেবে চমকপ্রদ উপহার বাক্স পৌছে দেওয়া হয়েছে সকল নতুন মা এবং নবজাতকদের ঘরে। ঢাকা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব এমরানুল হক নারীদের উদ্দেশ্য করে সকল কর্মীদের একটি বিশেষ চিঠি উপহার দিয়েছেন।
এই নারী দিবসে নারী উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ ঢাকা ব্যাংকের নারী কর্মীদের মুখে হাসি ফুটাতে পেরে আমরা ধন্য।

আমাদের বিশ্বাস আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ঢাকা ব্যাংকের নারী কর্মীদের অনুপ্রেরণা জোগাবে ।
এগিয়ে যাক নারীরা।
সমৃদ্ধ হোক আমাদের নারী সমাজ।
নারীদের এই অগ্রযাত্রায় তাদের পাশে ঢাকা ব্যাংক আছে সবসময়। এ নারী দিবসে সকল নারীদের জানাই বিনম্র শ্রদ্ধা, সাফল্য এবং শুভকামনা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version