প্রচ্ছদ বিশেষ খবর বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা সাড়ে ১০ লাখের বেশি

বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা সাড়ে ১০ লাখের বেশি

0

একদিনে বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৪শ’র বেশি প্রাণ গেছে কোভিড নাইনটিনে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৯১ জনের। মোট মৃত্যু ১ লাখ ৫ হাজার ছুঁইছুঁই। ভারতে একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭২ হাজারের বেশি।

এদিকে ৮শ’য়ের কাছাকাছি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার কোভিডে মারা গেছে ৭শ’র কাছাকাছি মানুষ।

সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে আবারও সাড়ে দশ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে। করোনায় বিশ্বে মোট প্রাণহানি ১০ লাখ ৫৪ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত ৩ কোটি ৬০ লাখের বেশি।

এ পরিস্থিতিতে, চলতি বছর শেষ নাগাদ করোনা প্রতিরোধে ভ্যাকসিন আসতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version