প্রচ্ছদ বিশেষ খবর বৃহস্পতিবার থেকে ৩৫ উর্ধ্ব ব্যক্তিদের করোনার টিকার নিবন্ধন শুরু

বৃহস্পতিবার থেকে ৩৫ উর্ধ্ব ব্যক্তিদের করোনার টিকার নিবন্ধন শুরু

0
করোনার টিকা

বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে ৩৫ উর্ধ্ব ব্যক্তিরা করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এর আগে, সোমবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘করোনার টিকার নিবন্ধনের বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত হয়েছে। যারা আগে নিবন্ধন করেছেন, তারা আগে টিকা পাবেন বলেও জানান তিনি।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে সরকার গণটিকাদান কর্মসূচি শুরু করে। এতে টিকাদানের বয়সসীমা ৪০ করা হয়। এরপর করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় আরো বেশি মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনতে বয়সসীমা কমানো হলো।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version