প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সোনালী ব্যাংক পিএলসির নতুন ডিএমডি হলেন মো. রেজাউল করিম

সোনালী ব্যাংক পিএলসির নতুন ডিএমডি হলেন মো. রেজাউল করিম

0
সোনালী ব্যাংক পিএলসির নতুন ডিএমডি হলেন মো. রেজাউল করিম

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল করিম। ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি একই ব্যাংকের জেনারেল ম্যানেজার থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। মো. রেজাউল করিম ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি শাখা ব্যবস্থাপক হিসেবে এবং প্রধান কার্যালয়সহ বিভিন্ন কর্পোরেট শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে কাজ করেছেন।

দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি মাঠপর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ লোকাল অফিস প্রধান, জিএম অফিস প্রধান ও প্রিন্সিপাল অফিস প্রধান হিসেবে সাফল্য ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিংখাতে দক্ষতা ও সফলতার স্বীকৃতি হিসেবে তিনি ‘স্মার্ট ব্যাংকার ও পরিচ্ছন্ন ব্যাংকার’ অ্যাওয়ার্ড লাভ করেছেন। কর্মীবান্ধব ও গ্রাহকবান্ধব বিভিন্ন নীতিমালা প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।

মো. রেজাউল করিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি এমবিএ ও পেশাগত ডিগ্রি সিসিএনএ অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর পাঁচটি প্রকাশনা রয়েছে এবং ব্যাংকিংয়ে মাঠ পর্যায়ে কমপ্লায়েন্স মেইনটেইন করে সকল কার্যক্রম সহজীকরণ বিষয়ে তাঁর তিনটি বই রয়েছে।

মো. রেজাউল করিম থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও দুবাইসহ দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version