প্রচ্ছদ বিশেষ খবর ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজারের উপরে

ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজারের উপরে

0
বিশ্বব্যাপী

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে ৫০ হাজার ছাড়াল মৃতের সংখ্যা। আরে একই সময়ে প্রায় ৬৪ হাজার শনাক্ত হয়েছে এতে মোট শনাক্ত প্রায় ২৬ লাখ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে কোভিডে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে কোভিড মৃত্যুহার ৩ দশমিক ৫ শতাংশ। আর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, ভারতে কোভিডে জাতীয় মৃত্যুর হার ১ দশমিক ৯ শতাংশ।

কোভিড সংক্রমণের নিরিখে ভারত বিশ্ব ক্রমতালিকায় তিনে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরেই। এই দুই দেশে করোনায় মৃত্যুহার ভারতের থেকে বেশি।

গতকাল শনিবারের হিসাব অনুযায়ী, ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৫ লাখ ৮৭ হাজার ৮৭২। মৃত্যু হয়েছে ৫০ হাজার ৭৯ জনের।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version